নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বুধবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ অলিউডর রহমান।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্লাপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জহুরুল কাইয়ুম, জেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর মো. কামরুল হাসান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এহসানুল কবির, সহকারি প্রধান শিক্ষক মোছাঃ রাজেনা বেগম, সহকারি শিক্ষক মো. সাইফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
শ্রেণি ভিত্তিতে তিনটি গ্রুপে ৩০টি ইভেন্টে সর্বমোট ৩০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শুরুতে প্রজ্জ্বলিত মশাল দৌড়ে অংশ নেন শেখ কামাল জাতীয় যুব গেমে সাঁতারে স্বর্ণপদক বিজয়ী মো. রতন মিয়া।